ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া: চোখের জল ও হৃদয় নিঙড়ানো ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোর-এর সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি।  

বৃহস্পতিবার (০৯ মার্চ) বাদ মাগরিব শহরের টেংকের পাড় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও তার সহকর্মীরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে শেরপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।  

এর আগে দুপুরে ভারতের আগরতলা দিয়ে আখাউড়া স্থলবন্দর হয়ে তার মরদেহ দেশে আনা হয়। এর আগে আগরতলা প্রেসক্লাব চত্বরে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি ভারতীয় হাই কমিশন থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। দুপুরে জামির মরদেহ দেশে আসা মাত্রই এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজন ও সহকর্মীসহ সবার বুকফাটা আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

পরে তার মরদেহ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়াস্থ বাসভবনে আনা হয়। সেখানে তাকে এক নজর দেখতে শোকার্ত মানুষের ঢল নামে। পরে তার প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘদিনের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নিয়ে যাওয়া হয়। সেখানে সহকর্মীরা তাকে ফুলেল শ্রদ্ধা জানান।

রিয়াজ উদ্দিন জামি ১৯৭৪ সালের ৩০ জুন ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা অধ্যাপক আব্দুস সাহিদ ও মাতা ফাতেমা বেগম। ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সেই সাংবাদিকতা পেশায় নিযুক্ত হন। তিনি চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক জনকণ্ঠে কাজ করতেন। এছাড়াও তিনি একুশে টেলিভিশন, এনটিভি, আরটিভি, বাংলাদেশ বেতারেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।