ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
মতিঝিলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় আ. জলিল (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকসহ আরও দুইজন।

শুক্রবার (১০ মার্চ) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে জলিলকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আ. রশিদের ছেলে জলিল। তিনি শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকচালক ছিলেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে চা পান করছিলেন জলিল। ওইসময় সেজুতি ট্রাভেলসের একটি বাস এসে প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। পরে জলিলকে ধাক্কা দেয়।

তিনি জানান, এ ঘটনায় রিকশাচালক ও এক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই সেজুতি ট্রাভেলসের বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।