ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মধুমতিতে গোসলে নেমে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
মধুমতিতে গোসলে নেমে প্রাণ গেল যুবকের ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজের দুই ঘণ্টা পর শুভ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার গাড়ফা গোডাউন জামে মসজিদের পাশে মধুমতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শুভ। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন উপজেলার মোবারেকের ছেলে। তাবলিগ জামাতে মোল্লাহাট এসেছিলেন।

মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য হাসানুর রহমান বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করেছে। আমরা তার মরদেহ মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের (পরিবার) কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।