ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ১৬ বছর পর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
সোনাগাজীতে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ১৬ বছর পর গ্রেফতার

ফেনী: ঢাকার এন্টি টেররিজম ইউনিট ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৬ বছর পর এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ নামে রাষ্ট্রদ্রোহ মামলার এক আসামি গ্রেফতার করেছে।  

বৃহস্পতিবার (০৯ মার্চ) রাতে ফেনী সদর উপজেলার বিজয় সিংহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের মাও. সামছুল হকের ছেলে।

পুলিশ জানায়, (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতঃ অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বেআইনি সমাবেশে একত্রিত হওয়া) মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ২০০৭ সালের ৫ এপ্রিল বরিশাল কোতোয়ালী থানায় র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মালাটি দায়ের করেন। বিএমপি থানার মামলা নং-১৩, তাং-০৫/০৪/২০০৭খ্রিস্টাব্দ, ধারা-১৪৩/১২০(বি)/১২১/১২১(ক) পেনাল কোড।  

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।