ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুর ক্যাডেট কলেজে ৭ম পুনর্মিলনী অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
রংপুর ক্যাডেট কলেজে ৭ম পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা: রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘রকা’ এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।  

প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আশরাফুল ইসলাম ও রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘রকা’র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ এহতেশামুল হক (অব.)।

এসময় প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে ক্যাডেট কলেজের উন্নয়ন ও আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীরভাবে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি স্বাধীনতার এই মাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

এছাড়া দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও প্রধান অতিথি পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজন, বৃক্ষরোপণ ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশ নেন।

অনুষ্ঠানে রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, রংপুর কলেজের অধ্যক্ষ, শিক্ষক, গণমাধ্যম, কলেজের প্রাক্তন-বর্তমান ক্যাডেট এবং বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।