ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়া: বগুড়ার গবাতলী উপজেলায় ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।  

শনিবার (১১ মার্চ) রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত নয়ন বগুড়া গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার মহিষাবন ইউনিয়নের দেবুতুরপাড়ায় নয়নের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে কুপিয়ে আহত করে ওই গ্রামে এক বাঁশবাগানে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মারা যায় তিনি।  

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, নয়ন ওই এলাকার চিহ্নিত অপরাধী ছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা চলমান। খুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।

তিনি আরও জনান, নয়নের মরদেহ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।