ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ ফাইল ফটো

ঢাকা: ট্রাকে করে পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- মো. আবুল হোসেন ও মো. বিপ্লব হোসেন।

শনিবার (১১ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আছমা আরা জাহান জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাক টার্মিনাল এলাকায় এসেছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।