ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কানাডায় হবে ৩৭তম ফোবানা কনভেনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
কানাডায় হবে ৩৭তম ফোবানা কনভেনশন

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর উদ্যোগে ৩৭তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বাংলাদেশি সংগঠন।

রোববার (১২ মার্চ) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ফোবানার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কমিটির নির্বাহী সভাপতি আতিকুর রহমান বলেন, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরাত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নুতন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।

তিনি বলেন, ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজারো বাংলাদেশির মিলনমেলা, যেখানে আপনারা খুঁজে পাবেন বাংলাদেশকে, যেখানে সারা বিশ্বের মানুষ জানতে পারবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের গল্প। এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা।  

ফোবানা সম্মেলনে যেসব কর্মসূচি থাকবে সে সম্পর্কে অন্যান্য বক্তারা বলেন, এবারের সম্মেলনটিতে থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী। এতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, বিগত সম্মেলনের মতো এবারও থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ বিশেষ অনুষ্ঠান। যাতে করে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। বুঝতে পারে ৩০ লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের সোনার বাংলাদেশের জন্মের ইতিহাস।

ফোবানা সম্মেলন প্রতি বছর উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ দিন পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল ফোবানা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনকে স্বার্থক করতে ইতোমধ্যে (শেরাটন লাভাল হোটেল কনভেনশন) হলটি নির্ধারণ করা হয়েছে এবং শিল্পীদের আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে।

ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন আতিকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফোবানার নির্বাহী কমিটির সেক্রেটারি ড. রফিক খান, যুগ্ম নির্বাহী সচিব কবির কিরণ, সাবেক সদস্য সচিব সৈয়দ এম হোসেন বাবু।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।