ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের ভাঙ্গায় ভারতীয় চার নাগরিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় ভারতীয় চার নাগরিক

ফরিদপুর: মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে শান্তির যাত্রা শুরু করেছেন ভারতীয় চার নাগরিক। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এসেছেন তাঁরা।

রোববার (১২ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ওই চার নাগরিক। এ সময় তাদের এ যাত্রার উদ্দেশ্য তুলে ধরেন প্রতিনিধি দলের প্রধান ড. আরজুমানড জিয়াদি।

এর আগে পশ্চিমবঙ্গের গান্ধী ভবন থেকে গত ৯ মার্চ তারা এ যাত্রা শুরু করেন। বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নড়াইল, যশোর হয়ে তারা ১১ মার্চ ভাঙ্গায় আসেন।  

মতবিনিময়কালে তিনি জানান, গান্ধীজির শান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। লড়াই নয় আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। শুধু বাংলাদেশ ও ভারতের শান্তি প্রতিষ্ঠা নয়, সারা বিশ্বকে শান্তিময় করাই আমাদের উদ্দেশ্য।  

তিনি আরও জানান, ভাঙ্গা থেকে সোনারগাঁও পানাম সিটি হয়ে ঢাকা পৌঁছাবেন আগামী ১৪ মার্চ। ঢাকায় ছায়ানটে অবস্থান করবেন। তারা ভারতীয় দূতাবাসসহ, ঢাকার বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে পৌঁছে মতবিনিময় করবেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- ড. আরজুমানড জিয়াদী, কাসিস খানম, আনুসকা, পারোমিতা ড্যাঞ্জাল। সমন্বয় করেন নোয়াখালী গান্ধী আশ্রমের কর্মকর্তা সুমন নবী।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।