ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউপি কার্যালয়ে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
ইউপি কার্যালয়ে দুদকের অভিযান

ঢাকা: কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ মার্চ) দুদক জেলা কার্যালয়, কিশোরগঞ্জ থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, অভিযানে উপজেলা চেয়ার‍ম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি যাচাই করতে গেলে প্রকল্প সংক্রান্ত রেজুলেশন ব্যতীত অন্য কোনো রেকর্ডপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব এনফোর্সমেন্ট টিমের সামনে উপস্থাপন করতে পারেননি। অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প দুইটি পরিদর্শন করে এবং স্থানীয় জনসাধারণের কাছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। পরিদর্শনকালে সার্বিক বিবেচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।  

এদিকে সাব-রেজিস্ট্রি অফিস মহাদেবপুর, নওগাঁ এর কর্মকর্তার বিরুদ্ধে দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, নওগাঁ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। পরিদর্শনকালে টিম জানতে পারে   সাব-রেজিস্ট্রার তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে রোব ও সোমবার রানীনগর, নওগাঁ এবং  অবশিষ্ট তিনদিন মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিস, নওগাঁতে অফিস করেন।  

ফলে রোব ও সোমবার উক্ত কার্যালয়ে রেজিস্ট্রি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে না বিধায় দলিল দাতা ও গ্রহীতা কাউকেও পাওয়া যায়নি।  তাছাড়া এনফোর্সমেন্ট টিম অভিযোগকারীর সঙ্গে টেলিফোনে আলাপকালে অভিযোগকারী নির্দিষ্ট দিন ও তারিখের দলিল নম্বর এনফোর্সমেন্ট টিমকে অবহিত করতে পারেননি। সামগ্রিকভাবে অভিযোগের সত্যতা নেই বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়।

এছাড়া দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে আজ আরও চারটি দপ্তরে চিঠি পাঠায় ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।