ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

বরগুনা: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরগুনা জেলা শাখা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (১৩ মার্চ) সকালে বরগুনা প্রেসক্লাব চত্বর সড়কের পাশে জেলার ৬ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি মো. বশির উদ্দিন সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান শিক্ষক তপন চন্দ্র মিস্ত্রি, হারুন অর রশিদ, সোহেলী পারভিন ও তরিকুল ইসলাম রেজাসহ জেলার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষক নেতারা তাদের দাবি তুলে ধরে বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় আমরা এমপিওভুক্ত শিক্ষক মাত্র ২৫% উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই এ্যাকাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। সরকার ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে। তবে আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দবি জানাচ্ছি।

এছাড়াও তাঁরা চলতি মাসের ১৮, ১৯, ২০ তারিখ জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষক সমিতি। যতক্ষণে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণে তারা এ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।