ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাকে সাড়া না দেওয়ায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ডাকে সাড়া না দেওয়ায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর

নরসিংদী: নরসিংদীর পলাশে ফারদিন হাসান দিপ্ত (২০) নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জাহিদ হাসান নামে এক কাউন্সিলরের বিরুদ্ধে।  

সোমবার (১৩ মার্চ) দুপুরে পলাশ উপজেলা পরিষদের নির্মাণাধীন একটি ভবনের ভেতর এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ফারদিন হাসান দিপ্তর মা আফিয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় অভিযুক্ত কাউন্সিলর জাহিদ হাসান ও অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযুক্ত জাহিদ হাসান উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি  ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।  

অন্যদিকে ফারদিন হাসান দিপ্ত একই গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের ছেলে। তিনি ‘দৈনিক আলোকিত প্রতিদিন’ পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য।

ফারদির হাসান দিপ্ত জানান, দুপুর ১টার দিকে উপজেলার পরিষদের পুকুর পাড়ে সামনে রাস্তায় তার এক পরিচিত ব্যক্তির সঙ্গে দাড়িঁয়ে কথা বলছিলেন। এ সময় পাশের একটি নিমার্ণাধীন ভবন থেকে জাহিদ কমিশনার দুইজন লোক পাঠিয়ে তাকে ডেকে আনতে বলে। এ সময় দিপ্ত তাদের একটু পরে দেখা করছেন বললে কমিশনারের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে নিমার্ণাধীন ভবনে ভেতর তুলে আনে। পরে সেখানে কমিশনার তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে ভবনের ভেতর নির্মাণ কাজে ব্যবহত বেলচা দিয়ে পিটিয়ে আহত করে। পরে পায়ে ধরে মাফ চাইতে বাধ্য করেন। এ সময় আহত ফারদিন হাসন দিপ্ত অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর জাহিদ হাসান বলেন, তাকে ডেকে আনার জন্য পাঠালে সে আসেনি। সে আমার সঙ্গে বেয়াদবি করেছে। এজন্য তাকে একটু শাসন করা হয়েছে, কোনো মারধর করা হয়নি।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন পলাশ উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। অভিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানান তারা।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম শফি বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে জনপ্রতিনিধি মারধর করেছে। যা খুবই নিন্দনীয়। আমরা অভিযুক্ত জনপ্রতিনিধির দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে আর কেউ সাংবাদিকদের ওপর হাত তোলার সাহস না পায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাউন্সিলর জাহিদ হাসান ও অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।