ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

ঢাকা: বাংলাদেশ-অস্ট্রেলিয়া আরও গভীরভাবে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে চতুর্থ পররাষ্ট্র দফতরের কনসালটেশন (এফওসি) বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী। অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান।

এতে বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন।

বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করে। অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও উভয় পক্ষই ইন্দো-প্যাসিফিক কৌশল, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, মানবাধিকার, সাইবার নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা ও  জনগণের মধ্যে  যোগাযোগের বিষয়ে মতবিনিময় করেছে।

পরবর্তী ফরেন অফিস কনসালটেশন ২০২৪ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় এফওসি ২০২১ সালে অনলাইনে  অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩,
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।