ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাব বিস্ফোরণ: দগ্ধ আশা মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
সায়েন্সল্যাব বিস্ফোরণ: দগ্ধ আশা মারা গেছেন

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিইউতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

আশা ফিনিক্স ইনস্যুরেন্সের অ্যাডমিনে কর্মরত ছিল। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিল।

জানা যায়, সায়েন্সল্যাব মোড়ের বিস্ফোরণের ঘটনায় ছয়জন রোগী বার্ন ইনস্টিটিউটে আসে। এদের মধ্যে একজনের পোড়া না থাকায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

গত ৫ মার্চ সায়েন্সল্যাব মোড়ে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল জানিয়েছে, ভবনের পয়ঃনিষ্কাশন লাইনের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।