ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ৪ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
শিবচরে ৪ কেজি গাঁজাসহ আটক ১ পুলিশের হাতে আটক গিয়াস উদ্দিন ফকির

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে থেকে ৪ কেজি গাঁজাসহ গিয়াস উদ্দিন ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৩ মার্চ) দিনগত রাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক গিয়াস উদ্দিন ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর এলাকার মো. চান মিয়া ফকিরের ছেলে।  

শিবচর থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৩ মার্চ) দিনগত রাত পৌনে ১১টার দিকে বাহেরচর এলাকা থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।  

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নামে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।