ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাল গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
কাল গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী

গাজীপুর: শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার (১৫ মার্চ)  গাজীপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সকাল সাড়ে ১০টায় তিনি গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকার ওই নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এখন পর্যন্ত জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাসপাতাল এলাকার নিরাপত্তার জোরদার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।