ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন অপরাধে ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বিভিন্ন অপরাধে ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন অপরাধে ১১৯ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের পশ্চিম পান্থপথ, ডেমরা, পল্টন, কাপ্তান বাজারসহ দেশব্যাপী মোট ৫২টি বাজার ও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সোমবার ১১৪ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং পাঁচ অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে চার হাজার ২৫০ টাকা দেওয়া হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প-বণিক সমিতির প্রতিনিধিরা অধিদফতর পরিচালিত এ সব বাজার অভিযানে সহযোগিতা করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।