ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ড্রাইভিং লাইসেন্স দেখালেই ফুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ড্রাইভিং লাইসেন্স দেখালেই ফুল

সিলেট: সিলেট জুড়ে ঘন ঘন ঘটছে সড়ক দুর্ঘটনা। তাই দুর্ঘটনা থেকে সড়ক নিরাপত্তা সম্পর্কে চালকদের সতেচন করতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট সার্কেল।

মঙ্গলবার (১৪ মার্চ) চালকদের সচেতন করতে সড়ক পরিবহন আইন সম্পর্কিত লিফলেট বিতরণ ও চালকদের ড্রাইভিং লাইসেন্সের সঠিকতা যাচাই করা হয়।

এসময় বৈধ লাইসেন্সধারী চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিআরটিএর সিলেট বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি.) মো. শহিদুল আযম।  

এদিন সকালে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক র‌্যালি বের করে সিলেট জেলা প্রশাসন ও বিআরটিএ। এরপর সিলেট মেট্টোপলিটন এলাকার বিভিন্ন স্থানে চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ে এই কর্মকর্তার নেতৃত্বে চালকদের সচেতন করতে অভিযানে নামে বিআরটিএ।

অভিযানকালে বিভিন্ন শ্রেণির মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন তিনি। আর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকালে চালকদের গোলাপ ফুল ও রজনীগন্ধার তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যাদের ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র সঠিক পাওয়া যায়নি, তাদের সতর্ক করেন এবং লাইসেন্স ও কাজপত্র দ্রুত ঠিক করে নিতে তাগিদ দেন। অভিযানকালে বিআরটিএ সিলেট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

এদিকে একই দিনে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন বিআরটিএ সিলেট বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি.) শহিদুল আযম। এ সময় তিনি সড়ক পরিবহন বিধিমালা-২০২২ এর একটি কপি বিভাগীয় কমিশনারের হাতে তুলে দেন।

এ বিষয়ে শহিদুল আযম বলেন, সিলেটে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে চালকদের সচেতন করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চলমান থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মার্চ মাসের দুই সপ্তাহে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হরিয়েছেন ১০ জন। আহত হয়েছেন আরও ৮জন। আর ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় আরও ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত হয়ে মারা যাওয়াদের বেশিরভাগ মোটরসাইকেল আরোহী ও সিএনজি অটোরিকশার যাত্রী।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।