ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মুলা বীজ কিনে প্রতারিত কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
সৈয়দপুরে মুলা বীজ কিনে প্রতারিত কৃষক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অনুমোদিত এক বীজ ডিলারের কাছ থেকে মুলার বীজ কিনে বপণ করে প্রতারিত হয়েছেন হাফিজুল ইসলাম (৫৫) নামে এক কৃষক।  

বপণ করার পর অধিকাংশ বীজ থেকে চারা জন্মায়নি।

নকল মুলা বীজ প্যাকেটজাত করে বিক্রি করায় সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী ওই কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে বীজ ডিলার সিদ্দিকুর রহমান বলেন, মুলা বীজ রোপণের চারা না গজানোর দায় আমার নয়। আমি তাকে ভালো ব্র্যান্ডের মুলার বীজ দিয়েছি। অভিযোগকারী ওই কৃষক সারের সঠিক ব্যবহার না করার কারণে এ ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের শাপলা বীজ ও কীটনাশক দোকান থেকে দুই হাজার ৫০০ টাকায়  ৮০০ গ্রাম মুলা বীজ কেনেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পাটোয়ারীপাড়ার মৃত নূর ইসলামের ছেলে হাফিজুল ইসলাম। তিনি এসব বীজ নিজের ৫ বিঘা জমিতে রোপণ করেন। কিন্তু জমির অধিকাংশ মুলা গাছ গজায়নি। প্রতি বিঘা জমিতে মুলা চাষ করতে তার ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।