ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ২ চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
বাগেরহাটে তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ২ চোর আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর চোরাই তামার তারসহ দুই চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন।  

বুধবার (১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে এই চোরদের আটক করা হয়।

 

এ সময় আটকদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল, ১টি ক্যাবল কাটার ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মো. ইউসুফ শেখ (২৪) এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মো. ইমরুল গাজী (৩৫)।
 
বাগেরহাট-৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, জব্দকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয় এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ নিয়ে ২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লাখ ৫৭ হাজার ৩শ  টাকার চোরাই মালামাল ও ৪৩ জন চোরা কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হলো।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।