ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ দুজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
গাজীপুরে ইয়াবাসহ দুজন আটক

ঢাকা: টঙ্গীতে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ সায়মা আক্তার মীম (২০) ও মেহেদী হাসান রিয়াদ (২১) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

অভিযানে এ দুজনের কাছ থেকে ১ হাজার ৯৩৫ পিস ইয়াবা বড়ি, দুটি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকা জব্দ করেন র‌্যাব সদস্যরা।

বুধবার (১৫ মার্চ) তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১’র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে আসা একটি বাসে চড়ে এ ‍দুই তরুণ-তরুণী মাদকের চালান নিয়ে গাজীপুরের দিকে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমার ৭ নম্বর গেট সংলগ্ন আন্তঃজেলা ময়মনসিংহ বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।