ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অভয়াশ্রমে শিকার: ৫ হাজার কেজি পোয়া-তাপসী মাছ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
অভয়াশ্রমে শিকার: ৫ হাজার কেজি পোয়া-তাপসী মাছ উদ্ধার

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে অভয়াশ্রম থেকে শিকার করে ঢাকা পাচারের সময় বিপুল পরিমাণ পোয়া ও তাপসী প্রজাতি মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৪ মার্চ ) দিনগত রাতে ঢাকাগামী এমভি তাসরিফ-১ লঞ্চ থেকে ওই মাছ উদ্ধার করা হয়।

 

বুধবার (১৫ মার্চ) সকালে কোস্টগার্ড এ তথ্য জানায়।

মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, অভয়াশ্রম সংরক্ষণে অভিযান করে কোস্টগার্ডের দক্ষিণ জোনের বিসিজি হিজলা ও কালিগঞ্জ স্টেশন।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দলটি মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ লঞ্চঘাটে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে হাতিয়া থেকে ঢাকাগামী এমভি তাসরিফ-১ লঞ্চে অভিযান করা হয়। এ সময় ওই লঞ্চ থেকে ১২টি ঝুড়িভর্তি পোয়া ও তাপসী প্রজাতির ৫ হাজার ১৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। পরে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতি এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
                                                       
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।