ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে চোরাই ক্যাবলসহ চোরচক্রের মূলহোতা ও তার এক সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আটকরা হলেন- চক্রের মূলহোতা মো. মাসুম (৪০) ও ম্যানেজার মো. কবির (৫০)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানায়, তারা বৈদ্যুতিক তার চুরির বিষয়ে সত্যতা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, গ্রেফতার আসামিরা চক্রের বাকি আরও ২/৩ জন আসামিদের পরস্পর যোগসাজোসে সরকারি-বেসরকারি বৈদ্যুতিক তার অবৈধভাবে চুরি করে তাদের গোপন গোডাউনে মজুদ করে।
পরে সুকৌশলে রাতের আঁধারে তারা সুবিধাজনক ও বহনযোগ্য সাইজে রুপান্তর করে ঢাকা জেলা ও রাজধানীর বিভিন্ন স্থানে কৌশলে বিক্রি করে থাকে বলে স্বীকারোক্তি দিয়েছে৷ তাদের এই চুরির ফলে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান তথা বিদ্যুৎশিল্প চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসজেএ/এএটি