ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী 

ঢাকা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

তাজুল ইসলাম বলেন, ‘বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এই সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে। ’

বিশ্বের বিভিন্ন দেশের উন্নত শহরের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘ঢাকায় কোথায় কত মানুষ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কাউকে জোর করে ঢাকা থেকে বের করা যাবে না। ’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে। এই শহরে কত মানুষ থাকবে তা আমাদের ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না। তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোক ঢাকায় আসবে আবার বাইরে চলে যাবে। আমাদেরও এমন কাজ চলছে। ’

তিনি বলেন, ‘ড্যাবের দায়িত্ব মানুষের থাকার ব্যবস্থা করা। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না। ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে। সবাই ঢাকায় থাকতে পারবে না। শহরের বাইরেও থাকবে। ঢাকায় এসে কাজ শেষে বাইরে চলে যাবে। ’

উন্নত জীবনযাপনে জন্য লোকজন দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসে জানিয়ে তিনি বলেন, ‘এখন সবাই ঢাকা শহরে এফোর্ড করতে পারে। একটা সময় ঢাকায় কাজ পাওয়া যাবে, এ চিন্তা ছিল না। এখন সবাই ঢাকায় আসে ভাল জীবনযাপনের জন্য। ’

মন্ত্রী বলেন, ‘শুধু পানি দিলে হবে না। আপনি যখন টোকিও বা বিভিন্ন উন্নত দেশের সঙ্গে তুলনা করবেন, তখন ঢাকাকেও আপনার ফোকাস করতে হবে। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশ গড়ব। সাধারণভাবে মাথাপিছু আয়ের সঙ্গে বসবাসের বিষয়টাও আসবে। ’

তিনি বলেন, ‘এক সময় চেঙ্গিস খানরা সারা পৃথিবী দখল করেছে। এখন আর কেউ দখল করে না। এখন ১৭ কোটি মানুষের জন্য ছোট একটা জায়গা। স্বাধীনতার সময় জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। তখন অর্ধেক মানুষও খাবার পেত না। এখন শতভাগ মানুষ খাবার পায়। এজন্য আমাদের নানা খাতে উন্নয়ন করতে হয়েছে। ’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অডিটর জেনারেল (মহা হিসাব নিরীক্ষক) মো. মুসলিম চৌধুরী ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।