ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
মাদারীপুরে শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদারীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে শতাধিক শিশু শিক্ষার্থীদের নিয়ে মাদারীপুর জেলা পরিষদ হলরুমে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা পরিষদে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সব শিশুকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা।  

এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রীনিবাস দেবনাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা, নাঈম খান ও মীর মামুন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।