ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রেমিকার টাকায় বিশ্ববিদ্যালয়ের খরচ চালিয়ে লাপাত্তা প্রেমিক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
প্রেমিকার টাকায় বিশ্ববিদ্যালয়ের খরচ চালিয়ে লাপাত্তা প্রেমিক! অভিযুক্ত প্রেমিক হাসিবুল ও অনশনে প্রেমিকা

মানিকগঞ্জ: দুই বছর ধরে প্রেমিকার টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন প্রেমিক। কক্সবাজারে একই কক্ষে থেকে গড়েছেন শারীরিক সম্পর্ক।

সেই প্রেমিকাকে বিয়েতে এখন রাজি নন প্রেমিক।

তাই বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন ২৫ বছর বয়সী প্রেমিকা। সেই খবরে লাপাত্তা হয়েছেন প্রেমিক।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকায় প্রেমিকের বাড়িতে শুক্রবার (১৭ মার্চ) বিকেলে অনশনে বসেন প্রেমিকা।  

অভিযুক্ত প্রেমিকের নাম হাসিব। গাজিন্দা এলাকার আব্দুল মান্নানের ছেলে তিনি। গণবিশ্ববিদ্যালয় পড়ছেন তিনি।  

এদিকে বিষয়টি চাউর হলে ওই বাড়িতে এলাকার হাজারো বাসিন্দা ভিড় জমান।  

ওই তরুণী বলেন, হাসিবের সঙ্গে ফেসবুকে আমার পরিচয়। সেখান থেকে প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেমে গড়ায় সম্পর্ক। পরে গেল দুই বছরে আমার কাছ থেকে পড়াশোনা বাবদ সাড়ে ৩ লাখ টাকা নেয় হাসিব। পড়াশুনা শেষ করেই আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় সে। আমাকে হাসিব কক্সবাজারে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে উঠেন স্বামী-স্ত্রী পরিচয়ে তিন দিন থাকি। প্রায় ২০ দিন আগে হাসিব ফের আমাদের বাড়িতে আসলে পরিবারের লোকজনরা জেনে ফেলে। খুব শিগগিরই আমাকে বিয়ে করে বাড়ি তুলবে বলে জানালে তাকে ছেড়ে দেন আমার অভিভাবকরা। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায় হাসিব। কোন উপায় না পেয়ে আজ হাসিবের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসি।  

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসিবের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

তবে হাসিবের মা বলেন, ওই মেয়েকে নিয়ে হাসিব একটু ঘুরাফেরা করেছে। তাই বলে ওই মেয়েকে বউ করে ঘরে তোলার কোনো প্রশ্নই আসে না।  

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণীর এক অভিভাবক বলেন, বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে হাসিব। এই মেয়েকে এখন অন্যত্র বিয়ে দেওয়া কঠিন হয়ে পড়বে। এই ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করছি।  

এদিকে খবর পেয়ে ওই তরুণীকে ধল্লা পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন এএসআই আমজাদ হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে ধল্লা পুলিশ ক্যাম্পের এএসআই আমজাদ হোসেন বলেন, ভুক্তভোগী তরুণী ওই বাড়িকে অনশনে বসার পর ৯৯৯ -এ কল করে হাসিবের মামা। পরে সেখান থেকে মীমাংসার লক্ষ্যে তরুণীকে ক্যাম্পে নিয়ে আসা হয়। উভয় পরিবারের মুরুব্বিদের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।