ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুড়ঙ্গ খুঁড়ে সোনার দোকানে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
সুড়ঙ্গ খুঁড়ে সোনার দোকানে চুরি

মাগুরা: শহরের পুরাতন বাজারে বৈদ্যনাথ জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানে সুড়ঙ্গ খুঁড়ে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ মার্চ) রাতে পৌনে নয়টার দিকে ঘটনাটি ঘটে।

ঘটনা জানতে পেরে বৈদ্যনাথ জুয়েলার্সের ওই দোকানে গেছে পুলিশ। সদস্যরা ঘটনার তদন্ত করছেন।

এ চুরির ঘটনায় কত পরিমাণ ক্ষতি হয়েছে, এখনও নির্ধারিত হয়নি।

বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস জানান, তিনি গত বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দোকান বন্ধ ছিল। তার দোকানের পাশের দোকানটি কাছ থেকে চোরের দল সুড়ঙ্গ খোঁড়ে। মাটির নিচ থেকে ৫ থেকে ৬ ফুট সুড়ঙ্গ খুঁড়ে তারা। চোরেরা পরে কংক্রিটের মেঝে ভেঙে দোকানে প্রবেশ করে।

রাত পৌনে নয়টার দিকে প্রতিবেশী এক ব্যবসায়ী দোকানের কাছে গর্ত দেখতে পেয়ে আমাকে খবর দেন। আমি দোকান খুলে সব এলোমেলো দেখতে পাই। পরে দ্রুত পুলিশকে জানাই। কী পরিমাণ বা কত অর্থের সোনা-রূপা চুরি হয়েছে তার হিসাব চলছে, বলেন বিমল বিশ্বাস।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম বলেন, শহরে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে চুরির ঘটনা অভিনব। এ ঘটনার তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।