নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সবজি বাজারসহ বিভিন্ন দোকানে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শেরে বাংলা সড়কস্থ ইমাম মেডিকেল স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় বখতিয়ার মুরগির দোকান ও মরিয়ম মুদি দোকানের মালিককে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাইকিং করে সবজি ব্যবসায়ীদের বেশি মূল্যে পণ্য বিক্রি না করতে ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
আরবি