ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ে বিরোধরে জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে।  

শনিবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রনি ঢালী (১৭) জেলা শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে।  

রোববার (১৯ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

পুলিশ জানায়, রনি এবং রাজু দুইজনের বাড়ি ভাদুঘরে এবং তারা পরস্পর বন্ধু। তবে কয়েকদিন আগে রনি ও রাজুর মধ্যে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে রাজু শনিবার রাতে বিয়াল্লিশ্বর এলাকায় রনিকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে ঘাতক রাজুকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গাছতলা গ্রাম থেকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।