ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৫০ কেজি গাঁজাসহ আটক দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
৫০ কেজি গাঁজাসহ আটক দুই

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা মো. বুলু মিয়া (৪০) ও মো. সেলিম বেপারীকে (৫০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

রোববার (১৯ মার্চ) তাদেরকে আটকের বিষয়টি জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেট কার, দুইটি মোবাইলফোন ও নগদ ছয় হাজার ১০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৩ অধিনায়ক জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের সঙ্গে মাদক ব্যবসায়ের আরও চক্র জড়িত।

চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।