ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

সাভার, (ঢাকা): সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ৪১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

রোববার (১৯ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পরির্দশক মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সাভারের বলিয়াপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. রুবেল হোনেন (৪০) ও সাভারে বলিয়াপুরের সাতআনিপাড়া এলাকার লাভলুর ছেলে মো. বিষু (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায়, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাভারের বলিয়াপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মো. রুবেল হোসেন ও মো. বিষু নামের দুই মাদক বিক্রেতাকে ৪১০ বোতল ফেনসিডিসেহ গ্রেফতার করা হয়।

ডিবির পরির্দশক মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বাংলানিউজকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে সাভার ও তার আশেপাশের এলাকায় বিক্রি করে আসছে। আসামি রুবেল এর বিরুদ্ধে ইতোপূর্বে আরো দুইটি মাদক মামলা রয়েছে। এই সংক্রান্তে সাভার মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।