নারায়ণগঞ্জ: জেলার নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত সেই ভবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। ভবনটিতে পুনরায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
শনিবার (১৮ মার্চ) সকালে নিতাইগঞ্জের শতবছর পুরনো বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (১৯ মার্চ) বিকেলে ঝুঁকিপূর্ণ এ ভবন নিয়ে শঙ্কার কথা জানান এলাকাবাসী।
এ ঘটনায় আওলাদ নামের এক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচজন। পরে ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, দুই বছর আগেও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ভবনটিতে। বেশ পুরাতন ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। আরও আগেই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে। ভবনটি বেশ পুরানো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ এ ভবনটির বিষয়ে সিটি করপোরেশনের মেয়র পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এমআরপি/এসআইএ