ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে নাতিকে দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দাদির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
হাসপাতালে নাতিকে দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দাদির প্রতীকী ছবি।

রংপুর: রংপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মমতাজ বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ মার্চ) বিকেল চারটার দিকে মহানগরীর আরকে রোডে ঢাকা-রংপুর মহাসড়কের মেঘনা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মমতাজ রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের ওমর আলী স্ত্রী।

পুলিশ জানায়, মমতাজ তার ছেলের স্ত্রীর সদ্য জন্ম নেওয়া নবজাতককে (নাতি) হাসপাতালে দেখতে এসে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে আর কে রোডে রংপুর-ঢাকা মহাসড়কের মেঘনা ক্লিনিকের সামনে ইউটার্ন নিচ্ছিল। এ সময় দ্রুতগামীর একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে বসা মমতাজ ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক রোকনুজ্জামান সিয়াম (২০)।  

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পলাতক হলেও আটেকর চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।