ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ছাত্রী বাংলাদেশ ইউনিভার্সিটির

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ছাত্রী বাংলাদেশ ইউনিভার্সিটির

ঢাকা: মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ছাত্রী সুইটি আলম সুরভী (২২) বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির।  

রোববার (১৯ মার্চ) রাতে বাংলাদেশ ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তারা জানিয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষে পড়তেন সুইটি আলম সুরভী। রোববার সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে তিনি একজন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এ অকাল মৃত্যুতে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহতা’লা যেন তাদের এ শোক কাটিয়ে উঠার শক্তি দেন। আমিন।

প্রসঙ্গত, রোববার সকাল ৮ টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার ঢাকাগামী লেনে ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জনের প্রাণহানি ঘটে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে।  

বাংলাদেশ সময়:২১৫৫ ঘণ্টা, মার্চ ১৯ , ২০২৩
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।