ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রমজানে যানজট নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান এসপি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
রমজানে যানজট নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান এসপি 

নারায়ণগঞ্জ: রমজানে শহরের যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ নানা পরিকল্পনা নিয়েছে। যানজট ও হকারমুক্ত রাখতে সবার সহযোগিতা আশা করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

 

সোমবার (২০ মার্চ) শহরের চাষাঢ়া এলাকায় রমজানে যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসপি বলেন, রমজানে ট্রাফিক ব্যাবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার  লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান অর্থায়ন করেছেন। আজ থেকে সেই কার্যক্রম পরিচালনা করা হবে।  

তিনি আরও বলেন, পুলিশের একার পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। চাষাঢ়ায় কোনো স্ট্যান্ড থাকার কথা না, স্ট্যান্ড নেইও। তবে অনেক সময় যাত্রী ওঠানামা করায় বাস পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করে। পুলিশ গেলেই যাচ্ছি যাচ্ছি বলে বাসের চালকরা। ততক্ষণে দেখা যায় আরও কয়েকটি বাস এসে দাঁড়িয়ে গেছে।

তিনি বলেন, আমাদের কমিউনিটি পুলিশদের সম্মানী দিতে হয়। সে পরিমাণ ফান্ডও আমাদের নেই। পুলিশের সংখ্যাও পর্যাপ্ত নয়। তবুও জণগনের সুবিধায় আমরা এই উদ্যোগ পরিচালনা করছি। আশা করি এটি ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারবো।

এছাড়াও এসপি বলেন, রমজানে দ্রব্যমূল্য সবার সাধ্যের মধ্যে রাখতে বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা মিটিং করেছি। ব্যবসায়ীদের আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। হুট করে যদি কেউ দ্রব্যমূল্য বাড়ায় তাহলে কঠোর ব্যবস্থা নেব।

এ সময় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।