ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৩৬৭ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
মানিকগঞ্জে ৩৬৭ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

মানিকগঞ্জ: মানিকগঞ্জে আশ্রয়হীন প্রকল্প-২ এর আওতায় পাঁচটি উপজেলার ভূমিহীন-গৃহহীন ৩৬৭টি পরিবারকে ঘর দেওয়া হবে।

সোমবার (২০ মার্চ)  দুপুরের দিকে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল লতিফ বলেন, জেলার ঘিওর ও সাটুরিয়া উপজেলা আগেই ভূমিহীন-গৃহহীন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) বাকি পাঁচটি উপজেলার ৩৬৭ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে। মানিকগঞ্জ সদর উপজেলায় ৩১টি, সিংগাইর উপজেলায় ১৬৩টি, হরিরামপুর উপজেলায় ৭৭টি, শিবালয় উপজেলায় ৬২টি ও দৌলতপুর উপজেলায় ৩৪টি পরিবারকে এ ঘরগুলো দেওয়া হবে।

তিনি বলেন, জেলায় ‘ক’ তালিকা অনুযায়ী ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ছিল ১ হাজার চারশো ৩৩টি। পরে যাচাই বাছাই শেষে হালনাগাদ করে পরিবারের সংখ্যা হয় ১ হাজার চারশো ৪৫টি। তালিকা করা এসব পরিবারের মধ্যে ৮৫১টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মধ্যে ২২৭টি ঘর হস্তান্তর করে পুরো জেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা করা হবে।

এ সময় সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোত্বিশর পাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।