ঢাকা: রাজধানীর বনানী ক্লাব থেকে আটক হওয়া বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের অভিযোগ, রোববার (১৯ মার্চ) রাতে বনানী ক্লাবে গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন তারা।
সোমবার (২০ মার্চ) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির আটক ৫৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
এর আগে, রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে দেশের বিভিন্ন জেলার বিএনপির নেতারা রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ নেতাকর্মীকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
বাংলাদেশ থেকে: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এসজেএ/এমএইচএস