ঢাকা: সরকার কোনো অবস্থাতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সময় নিয়ে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করেও দলগুলোকে আকৃষ্ট করা যায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সে জায়গা থেকে বাস্তবতা হলো আমরা সবাই জানি বাংলাদেশ কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আর তত্ত্বাবধায়ক সরকারে ফেরত যাবে না।
তিনি বলেন, এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি যা আমাদের বাধ্য করবে বা বর্তমান সরকারকে বাধ্য করবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে। সংবিধান সংশোধন করতে হবে, এটা করে সময় নষ্ট করার সময় আমাদের নেই।
আইনপ্রয়োগকারী সংস্থা কর্তৃক নিখোঁজ- বিষয়ে তিনি বলেন, এটি একটি মেজর ইস্যু। বলা হয়েছে শাপলা চত্বরে দুই হাজার লোক মারা গেছে। আমাদেরকে কোনো তালিকা দেওয়া হয়নি। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ছয়শ মানুষ নিখোঁজ। আজ কে জানি বলল ৭৯১ জন নিখোঁজ। দয়া করে সরকারকে ৭৯১ জনের তালিকা দিন। আমরা জাতিসংঘের কাছে দায়বদ্ধ। আমরা চাই সব মিলে কাজতে।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বলেন, আপনারা জানেন কী পরিস্থিতিতে এই আইন করতে হয়েছে। সাংবাদিকদের টার্গেট করে এই আইন করা হয়নি। কিছু জায়গায় অপব্যবহার হয়েছে, তা স্বীকার করা হয়েছে। এখন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে মামলা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয় রাখা হয়েছে। তবে বাতিল করার বাস্তবতা নেই।
বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এসকেবি/আরএইচ