ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে নিজাম উদ্দিন মিয়া নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

নিজাম দক্ষিণ কেরানীগঞ্জ থানার খালপাড় পশ্চিমদি গ্রামের মৃত হাফিজ উদ্দিন মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, সোমবার (২০ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর আলিয়াপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

ফরিদ উদ্দিন জানান, গ্রেফতার নিজাম জাল-জালিয়াতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক জীবন-যাপন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন।  

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।