ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সরকারি ঘর পাবে আরও দেড় হাজার পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
খাগড়াছড়িতে সরকারি ঘর পাবে আরও দেড় হাজার পরিবার

খাগড়াছড়ি: জেলায় নতুন করে সরকারি ঘর পাচ্ছে এক হাজার ৪৬৬ পরিবার। এরমধ্যে সবচেয়ে বেশি ঘর পাচ্ছে দীঘিনালা উপজেলা।

সেখানে ৩৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম।

জেলা প্রশাসক বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি সারাদেশের মতো খাগড়াছড়ির উপকারভোগী পরিবারের কাছে ঘর হস্তান্তর করবেন। এবার প্রথম পর্যায়ে ১৬৬টি এবং ৪র্থ পর্যায়ের একহাজার ৩৫০টি ঘর হস্তান্তর করা হবে।

এরমধ্যে জেলা সদরে ১৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৩৫০টি, পানছড়িতে ১২৭টি, রামগড়ে ১৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গায় ১৫০টি, মানিকছড়িতে ২২৫টি ও লক্ষীছড়িতে ১৯০টি ঘর রয়েছে।

২০২২-২৩ অর্থ বছরে একহাজার ৯৩৩টি পরিবারের জন্য ঘর নির্মাণের বরাদ্দ পেয়েছেন। এসব ঘর নির্মাণে দুইলাখ ৮৪ হাজার ৫০০ টাকা করে ব্যয় ধরা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।