রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার ও নগরীর ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে মেয়রের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বুয়েটের অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যাপক ড. হাসান জুবায়ের ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার ও সড়ক ও জনপদ বিভাগ রংপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এএটি