ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাসপাতালে পলেস্তারা খসে ৩ রোগী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
হাসপাতালে পলেস্তারা খসে ৩ রোগী আহত

বরিশাল: বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের এক চিকিৎসকের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে হাসপাতালে বহির্বিভাগ ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।

রোগীরা আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মির্জা লুৎফর রহমান।

আহতের মধ্যে সুমাইয়া (২২) নামে রোগী বেশি আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।

ডাঃ মির্জা লুৎফর রহমান বলেন, হাসপাতালের ১ নং (বহির্বিভাগ) ভবনের ১৮ নম্বর কক্ষে রোগী দেখছিলাম। বেলা ১২টার দিকে কক্ষে তিনজন রোগী ছিলেন। হঠাৎ করে ছাদের এক অংশের পলেস্তারা খসে পড়ে। এতে তিন রোগীর মধ্যে দুই জনের
মাথায় ও একজনের ঘাড়ে পড়ে ফুলে উঠেছে। তবে কেউ রক্তাক্ত জখম হয়নি।  

এই চিকিৎসক আরও বলেন, এর মধ্যে সুমাইয়ার মাথায় একটু বেশি আঘাত পেয়েছে। তার মাথা ফুলে রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কুমার বড়াল বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। এতে চিকিৎসকের কিছু হয়নি। একজন রোগী বেশি আহত হয়েছেন। আহত গুরুতর নয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দায়িত্বপালনকালে সবাই চরম আতঙ্কের মধ্যে থাকেন জানিয়ে তিনি বলেন, ১নং ভবনটির বয়স একশ’বছরের বেশী হয়েছে। এর আগেও অনেকবার পলেস্তরা খসে পড়ে রোগী ও চিকিৎসক আহত হয়েছেন।  ভবনটি মেরামত করে দেওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল ভবনের করুণ দশা

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।