কক্সবাজার: জেলার টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দের সন্ধান এখনও মেলেনি। পাঁচদিন পার হয়ে গেলেও পুলিশ বলছে, তাকে উদ্ধারে অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার।
অপহৃত মোহাম্মদ ছৈয়দ (৪০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়ার মো. মুন্সি মিয়ার ছেলে।
রোববার (১৯ মার্চ) সকালে স্থানীয় ফসলি ক্ষেতে কাজ করার সময় মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে মোহাম্মদ ছৈয়দকে তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে স্বজনদের কাছে মোটা অংকের টাকা দাবি করে দুর্বৃত্তরা।
অপহৃতের স্ত্রী হাসিনা বেগমের বরাতে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ঘটনার পর থেকে তার স্বামীকে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ঘটনার পর অজ্ঞাত দুর্বৃত্তরা অপহৃতের স্ত্রীর মোবাইল ফোন নম্বরে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। তিনি একলাখ টাকা দেওয়ার কথা দিলেও দুর্বৃত্তরা রাজি হয়নি।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন বলেন, বুধবার রাতেও একাধিক স্থানে পুলিশ অভিযান চালিয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে একাধিক দল অভিযানে চালাচ্ছে।
উল্লেখ্য, গত ছয় মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা হলেও ৩৩ জন স্থানীয় বাসিন্দা। যেখানে ২৯ জন মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসার তথ্য জানিয়েছিল।
সর্বশেষ গত ১৬ মার্চ সাতজন অপহরণের পর সাড়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে। পুলিশ সর্বশেষ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে। এছাড়া ২১ জানুয়ারি হোয়াইক্যং-শামলাপুর সড়ক পাহাড়ি ঢালার ভেতর থেকে মোহাম্মদ হোসেন নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসবি/এসআইএ