ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তরমুজ ক্ষেতে বৃষ্টির পানি, শঙ্কিত চাষিরা

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
তরমুজ ক্ষেতে বৃষ্টির পানি, শঙ্কিত চাষিরা

বরগুনা: বরগুনাসহ উপকুলীয় এলাকায় গত চারদিনের বৃষ্টিতে তরমুজ খেতে পানি জমেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন চাষিরা।

ক্ষেত থেকে পানি অপসারণ করছেন চাষিরা।

তরমুজ চাষিরা বলছেন, গত চারদিনের বৃষ্টিতে ক্ষেতে যে পরিমাণ পানি জমা হয়েছে এতে ক্ষতির পরিমাণ কম  হবে। তবে আরও বৃষ্টি হলে ক্ষেত শেষ হয়ে যাবে। চাষিরা জানান এ চারদিনে বৃষ্টির কারণে গাছে ছোট ছোট তরমুজের করাগুলো নষ্ট হয়ে যাবে।

তারা জানান, তরমুজ  আবাদের জন্য অনেক এনজিও এবং ব্যাংক থেকে ঋণ করেছেন। তারা এখন চিন্তিত ফল উৎপাদন নিয়ে।

বরগুনা জেলা কৃষি বিভাগ জানায়, চারদিনের বৃষ্টিতে তরমুজ ক্ষেতের কোনো সমস্যা হবে না। তবে এরপর বৃষ্টি হলে তরমুজের অনেক ক্ষতি হবে। এ বছর এ জেলায় ১৬ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই-এক দিন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। গত দুই দিনে গড়ে ২০-৩০ মিলিটিার বৃষ্টি ঝড়েছে।

সরেজমিনের দেখা গেছে, বরগুনা সদর উপজেলা বিভিন্ন এলাকার তরমুজ ক্ষেতের বেডের মধ্যে বৃষ্টির পানি জমেছে। চাষিরা জমে থাকা বৃষ্টির পানি সেচ পাম্প ও পাত্র দিয়ে সেচে অপসারণ করছেন।

বরগুনা  সদর উপজেলা পশ্চিম নিমতলী গ্রামের তরমুজ চাষি আউয়াল ১৬০ শতাশং জমিতে তরমুজ আবাদ করেছেন । তার ক্ষেতের গাছগুলোতে ফুল ও ফলে ভরা , চারদিনের বৃষ্টিতে তার ক্ষেতে পানি জমেছে। ক্ষেত থেকে পানি অপসারণ করছেন তিনি।

আউয়াল বলেন, ইসলামী ব্যাংক থেকে এক লাখ টাকা লোন করে তরমুজ  চাষ করেছি। কিন্তু গত চারদিনের বৃষ্টির পানি ক্ষেতে জমেছে। ক্ষেত রক্ষার জন্য নালা কেটে পানি সরিয়ে দিচ্ছি। রোদে তরমুজ গাছ রক্ষা করা যাবে কিনা চিন্তায় আছি।

হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মনিরুল ও কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের কৃষক সরদার, জয়নুল সিকদার ও শাহরুখ প্যাদা বলেন, লাখ লাখ টাকা ঋণ করে তরমুজ চাষ করেছিলাম, কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। এখন আশা-ভরসা বলতে কিছুই রইল না। আল্লাহ আমাদের কেন এমন সর্বনাশ করল জানি না। এখন পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।

আমতলী গ্রামের বাসিন্দা রেজাউল বলেন, চার একর জমিতে তরমুজ আবাদ করেছেন। বৃষ্টিতে ক্ষেতে জমা পানি সরাতে নালা কেটে দিয়েছি, এরপর বৃষ্টি  হলে আমাদের আর রক্ষা নেই। তরমুজ উৎপাদনের এখন পযন্ত দুইলাখ টাকা খরচ হয়েছে। ধার করে এই টাকা জোগাড় করা হয়েছে। বৃষ্টির কারণে হয়তো কাঙ্ক্ষিত ফল পাবো না।

নিমতলী গ্রামের রাসেল দেড় একর জমিতে তরমুজ আবাদ করেছেন। বৃষ্টিতে তার ক্ষেতে পানি জমেছে। ক্ষেত থেকে পানি নামানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত ৬০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু আবার বৃষ্টি হলে আমার সব শেষ হয়ে যাবে।

ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বড় কোনো দুর্যোগ নেই। আগামী দুই-একদিন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। এতে তরমুজের ক্ষতি হবে না। তবে শিলা বৃষ্টির সম্ভবনা নেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার কার্যালয়ের উপ-পরিচালক আবু সৈয়দ জোবায়দুল আলম বাংলানিউজকে বলেন, যে বৃষ্টি হয়েছে তাতে তরমুজের কোনো ক্ষতি হবে না। এরপর যদি বৃষ্টি হয় তাহলে তরমুজ ক্ষেতের অনেক ক্ষতি হবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।