ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
শেরপুরে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ফাইল ফটো

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্য হয়েছে।  

রোববার (২৬ মার্চ) দুপুরে ঝিনাইগাতী উপজেলার পূর্বগজারিকুড়াগ্রাম ও নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের সীমান্ত সড়কে এ দুর্ঘটনা  ঘটে।

তাদের মধ্যে আরাফাত (১২) দুপুর ২টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আরাফাত পুর্ব গজারিকুড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, আরাফাত ঘটনার সময় ঘুড়ি ওড়াচ্ছিল। এক পর্যায়ে তার ঘুড়িটি বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়ে। জড়িয়ে পড়া ঘুড়ি ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় আরাফাত।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
অপরদিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে আকবর আলী (৪০) নামে এক কৃষকের।  

আকবর আলী  নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে।  

জানা গেছে, দুপুরে আকবর আলী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ও পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৬,  ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।