ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১৫ আসামি গ্রেফতার হয়েছেন।
এর মধ্যে চুরি, প্রতারণা, মারামারি ও অন্যান্য মামলার আসামি রয়েছেন।
রোববার (২৬ মার্চ) বিকেলে আসামিদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঠিয়েছেন পুলিশ।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের আদেশ তামিলের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৫ আসামিকে গ্রেফতার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এই অভিযানে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের চুরি হওয়ায় দুটি ব্যটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএএইচ