ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫ আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
ময়মনসিংহে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫ আসামি

ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১৫ আসামি গ্রেফতার হয়েছেন।  

এর মধ্যে চুরি, প্রতারণা, মারামারি ও অন্যান্য মামলার আসামি রয়েছেন।

রোববার (২৬ মার্চ) বিকেলে আসামিদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঠিয়েছেন পুলিশ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের আদেশ তামিলের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৫ আসামিকে গ্রেফতার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।  

এই অভিযানে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের চুরি হওয়ায় দুটি ব্যটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।