ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

রংপুর: রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে রাজু মিয়া (২২) নামে এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়েছে।  

সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার শিকার রাজু মিয়ার বাড়ি রংপুর নগরীর আশরতপুর।

রংপুর রেলওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বেলা ১১টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে একটি ট্রেন ধীরগতিতে থামার সময় রাজু মিয়া লাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় এ দুর্ঘটনাটি ঘটে। পরে আশংকাজনকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেলওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।