ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রলিচাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
গোপালগঞ্জে ট্রলিচাপায় এক ব্যক্তি নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাপায় সুনীল কুমার বিশ্বাস (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনীল ওই উপজেলার জোনাসুর ধোপরা গ্রামের ঠাকুর জুড়ান বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সুনীল কুমার ওই স্থান দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মাটিটানা একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রলি চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।