ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে হরিণের মাংস, পা ও মাথাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
সুন্দরবন থেকে হরিণের মাংস, পা ও মাথাসহ আটক ২

সাতক্ষীরা: সুন্দরবনে অভিযান চালিয়ে নৌকায় রান্না করা হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও এক বস্তা হরিণ ধরা ফাঁসের দড়িঁসহ দুই চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগ। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সুন্দরবনের সাপখালী খাল থেকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বনকর্মীরা তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার শ‍্যামনগর উপজলার গাবুরার ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবার (৫২) ও কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন (৪০)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, কোবাদক স্টেশনের কর্মকর্তা ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সুন্দরবনের সাপখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের পা মাথা ও রান্না করা মাংসসহ দুই জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।