ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ আটক ২

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ১১০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের মো. তমু মিয়া (৪০) ও নাজমুল হাসান (২৯)। তারা দু’জন ট্রাকের চালক ও সহকারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ২টার দিকে সদর উপজেলার মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। আটকের সময় পিকআপ ভ্যানে থাকা ১২টি ড্রামের মধ্যে তিনটিতে রাখা ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা গাঁজা দিনাজপুরে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় ১টি পিকআপ ভ্যান, ১২টি তেলের ট্রাম, ২টি মোবাইল এবং নগদ ৮ হাজার ১শ’ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আসামিরা দীর্ঘদিন ধরে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক কেনা-বেচা করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
কেইউএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।